1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সৃষ্টিকর্তা নালিতাবাড়ীর মানুষের অন্তরে আমার প্রতি দয়া সৃষ্টি করে দিয়েছেন : লেবু নালিতাবাড়ীতে বিনা ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত অর্থের বিনিময়ে দেন ভুয়া স্মার্ট কার্ড, ঘুরে বেড়ান আমেরিকা-ইউরো সিনিয়র না হলে জয়কে থাপড়াতেন মিষ্টি জান্নাত বাহুবলীর রেকর্ড ভাঙার পথে ‘রামায়ণ’ তাপপ্রবাহ বাড়তে পারে আগামী শনিবার পর্যন্ত ১০ মেগা প্রকল্পে বরাদ্দ ৫২ হাজার কোটি টাকা, বেশি পাচ্ছে পিইডিপি চার প্রার্থীর তিন জনকেই নির্বাচিত করেছেন, একবার আমাকে করেন: ভোটারদের হাজি মোশারফ নথি ফাঁস: বের হলো দুবাইয়ে ধনীদের গোপন সম্পদের পাহাড় মিশা-ডিপজলের কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে নিপুণ

কিক-টু স্থগিত!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত সিনেমা কিক। ২০১৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির সিক্যুয়েল তৈরি নিয়ে অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে।

কিন্তু নিকট ভবিষ্যতে এই সিনেমা তৈরি হচ্ছে না। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘কিক-টু সিনেমার কোনো চিত্রনাট্যই তৈরি হয়নি। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা প্রথমটির মতো কিক-টু সিনেমাও পরিচালনা করবেন। তিনি গত দুই বছর ধরে এটির আইডিয়া খুঁজছেন।’

নির্মাতা নাকি এখনো সিনেমার প্লটই খুঁজে পাননি। সূত্রটি বলেন, ‘চিত্রনাট্য তৈরি না হওয়া পর্যন্ত সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমার শুরুর কথা চিন্তাও করবেন না। আর চিত্রনাট্যের কথা ভুলে যান, কিক-টু নিয়ে এখনো কোনো গল্পই তাদের মাথাতে আসেনি। সালমান ও সাজিদ সম্পূর্ণ ভিন্ন একটি সিনেমায় একসঙ্গে কাজ করবেন।’

যদিও এর আগে সাজিদ নাদিয়াদওয়ালা জানান, কিক-টু সিনেমার চিত্রনাট্যের কাজ করছেন তিনি। রজত আরোরার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখছেন। বিষয়টি নিশ্চিত করে মুম্বাই মিররকে এই নির্মাতা বলেছিলেন, ‘২০২১ সালের ডিসেম্বরে কিক-টু মুক্তি পাবে। বর্তমানে চিত্রনাট্য লিখছি।’

সেই সময় জানা যায়, সালমান ও সাজিদ কিক ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে চাইছেন। সালমানের ‘ডেভিল’ চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে চান তারা। প্রথম ড্রাফটের কাজ শেষ হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ পুরো চিত্রনাট্যের কাজ শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!